রাউজানের জলিলনগরে মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তিস্থাপন করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের অধীনে মসজিদটি নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র মতে প্রকল্পের নকশা অনুযায়ী মডেল মসজিদের জন্য ৪০ শতাংশ জায়গার প্রয়োজন ছিল। জেলা পর্যায়ে ৪ তলা ও উপজেলার জন্য ৩ তলা ও উপকূলীয় এলাকায় ৪ তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কথা রয়েছে। নির্ধারিত নক্সা অনুসারে রাউজানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে থাকছে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরি গবেষণা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্বযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে, ইমাম–মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা–কর্মচারীদের জন্যও থাকছে অফিসের ব্যবস্থা। গতকাল মঙ্গলবার সাংসদ ফজলে করিম চৌধুরী জলিলনগর মডেল মসজিদের নির্মাণ কাজের ফলক উন্মোচন করে বলেন, অস্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। করোনা মহামারিতেও চলমান আছে উন্নয়ন কাজ। মডেল মসজিদ নির্মাণের মধ্যদিয়ে রাউজান আরো সমৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভুমি আবদুল্লাহ আল মাহমুদ ভূইয়া, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, আনোয়ারুল ইসলাম, স্বপন দাশ গুপ্ত, ইরফান আহমদ চৌধুরী, কামরুল হাসান বাহদুর, বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ,চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুল জব্বার সোহেল, সৈয়দ হোসেন কোম্পানী, কাউন্সিলর জানে আলম,জিল্লুর রহমান মাসুদ প্রমুখ।