রাউজান থানা পুলিশ দুটি পৃথক স্থান থেকে বিপুল পরিমাণ চোলাই মদসহ দুটি গাড়ি জব্দ করেছে। গত ২৩, ২৪ আগস্ট বুধ ও বৃহস্পতিবার এসব মদ উদ্ধার ঘটনায় আটক হয়েছে আনোয়ার হোসেন নামের একজন। সে রাঙ্গামাটি জেলার কাউখালী থানার মো. ফজল হকের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে নোয়াপাড়া–রাউজান সেকশন–১ সড়ক পথে বিপুল পরিমাণ মদ নিয়ে একটি ট্রাক উত্তর দিকে যাচ্ছিল। এই সংবাদে পুলিশ বিনাজুরী ইউপি কার্যালয়ের সম্মুখে অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। ট্রাকটি আসলে পুলিশ থামানোর সংকেত দেন। কিন্তু চালক সংকেত না মেনে দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ পিছু নিয়ে ধাওয়া করে পৌরসভার শরতের দোকান এলাকায় ট্রাকটিকে আটকাতে সক্ষম হয়।
এসময় তল্লাশি করে ট্রাকের ভিতর ২১টি প্লাস্টিক বস্তা ভর্তি ১ হাজার ২০ লিটার চোলাই মদ উদ্ধার করার পাশাপাশি ট্রাকটি থানায় নিয়ে যায়। তবে পাচারকারীসহ ট্রাক চালক পালিয়ে যায়। অপর ঘটনায় ২৩ আগস্ট বুধবার রাত সাড়ে আটটায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার জলিল নগর এলাকায় তল্লাশি করে সিএনজি ভর্তি আরো ৮০ লিটার মদ জব্দ করে। এই ঘটনায় মদ পাচারকারী মো. আনোয়ার হোসেন (৩৫)সহ টেক্সিটি আটক করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, মাদক উদ্ধার ঘটনায় মাদক আইনে দুটি মামলা রুজু হয়েছে।