রাউজানে ঘরের টিন কেটে ডাকাতি, স্বর্ণালংকার লুট

রাউজান প্রতিনিধি | শনিবার , ২৪ মে, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

রাউজানের পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়ায় একটি বাড়ির সিঁড়ির টিন কেটে বাড়িতে ডুকে একদল ডাকাত স্বর্ণালংকারসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে।  গত বৃহস্পতিবার গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে ওই গ্রামের হাজী সোলাইমান ও তার ভাই আবুল কালামের ঘরে। ডাকাত কবলিত পরিবারের এক নারী সদস্য আয়শা বেগম বলেন, ডাকাত দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে। তারা পরিবারের সদস্যদের শারীরিক নির্যাতন করে ঘরের আলমিরার চাবি আদায় করে। চাবি নিয়ে সব আসবাবপত্র খুলে সবকিছু তছনছ করে দুটি ঘর থেকে ছয় ভরি স্বর্ণালঙ্কার, নগদ একলাখ চার হাজার টাকাসহ মূল্যবান জিনিষপত্র লুটে নেয়। জানা যায়, গতকাল সকালে সংবাদ পেয়ে চুয়েট ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওই এলাকায় থাকা সিসি টিভি ফুটেজে দেখা যায় ডাকাতদল ডাকাতি শেষে দক্ষিণ দিকে অর্থাৎ বাগোয়ান ইউনিয়নে কোয়েপাড়ার এলাকার দিকে চলে যাচ্ছে।

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযানে নেমেছে। তবে এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা মামলা করতে যাননি বলে এই কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিয়ের গাড়ি থেকে পড়ে কনের ভাইয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধপটিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই পক্ষে উত্তেজনা, লাঠিচার্জ