রাউজানে আগুনে পুড়ল দুটি গুদাম ও টেইলার্স

রাউজান প্রতিনিধি

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

রাউজানে অগ্নিকাণ্ডে মালামালসহ এক ব্যক্তির দুটি গুদাম ও একটি টেইলার্স দোকান পুড়ে গেছে।

গতকাল বুধবার সকাল ৭টায় উপজেলার উরকিরচর ইউনিয়নের হারপাড়া গ্রামের মাইজ্জা মিয়ার ঘাটায় এ ঘটনা ঘটে।

আগুনে মালামালসহ দোকানঘর পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. কামাল উদ্দিনের। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধআবদুল লতিফ উকিলের মৃত্যুবার্ষিকী কাল
পরবর্তী নিবন্ধপটিয়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন