রাউজান পৌর এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দায়ারঘাটা এলাকা থেকে পাঁচ বহিরাগত ব্যক্তিকে অস্ত্র, ইয়াবাসহ আটক করেছে র্যাব-৭ এর সদস্যরা। গতকাল মঙ্গলবার ভোর রাতে এই অভিযান পরিচালনা করা হয়, পরে আটককৃতদের রাউজান থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে র্যাব ৪’শ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল, একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ৩টি তাজা রাউন্ড কার্তুজ উদ্ধার করে। র্যাবের হাতে আটক ব্যক্তিরা হচ্ছে রাঙামাটি পৌরসভার তবলছড়ি কাঠালতলি এলাকার মো. আলি নেওয়াজের ছেলে মো. ইব্রাহিম নেওয়াজ (৩০), রাঙ্গুনিয়া ঠান্ডাছড়ির সেগুন বাগান এলাকার প্রয়াত আবদুল গফুর তালুকদারের ছেলে মো. রোমান উদ্দিন (৩০), একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে ইয়াছিন আরাফাত (২৩), প্রয়াত হাজী আবদুল রাজ্জাকের ছেলে মো. শাহজাহান (৩৭), আবদুল আজিজের ছেলে ওমার ফারুক লিটন (৩৪)।
রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, র্যাব পাঁচ ব্যক্তিকে ধরে অস্ত্র ও ইয়াবাসহ থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।