দক্ষিণ রাউজানে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, রাউজানের প্রতিটি গ্রামে গ্রামে আলো জ্বলমলে পূজা মণ্ডপ সাক্ষী দিচ্ছে এই উপজেলার মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই উপজেলার সাড়ে ছয় লাখ মানুষ বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব সবার। গতকাল বুধবার তিনি উপজেলার উনসত্তরপাড়া, উত্তর দেওয়ানপূর, গঙ্গামন্দির ও নোয়াপাড়ার তিনটি পূজা মণ্ডপে গিয়ে পুজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সি. সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মুহাম্মদ।
উপস্থিত ছিলেন, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, পশ্চিম গুজরার চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন, উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন মঞ্জুর হোসেন, জাফর আহমদ, শুভময় দাশ রাজু, নুর নবী, দোস্ত মোহাম্মদ খান, মাহফুজ মেম্বার, শফিউল আলম, অরুন মহাজন প্রমুখ।












