মমতার সামাজিক সচেতনতা ও জীবনশৈলী উন্নয়ন কার্যক্রম

| বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

মমতা পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় গত ১২ অক্টোবর আমবাগান মমতা শিশু কেন্দ্রে ঝাউতলা ডিজেল কলোনি মাঠ সংলগ্ন কিশোর-কিশোরী ক্লাব, কিশোর-কিশোরী দলের কুইজ প্রতিযোগিতা, সামাজিক সচেতনতা ও জীবনশৈলী উন্নয়ন বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পিকেএসএফের সহায়তায় কর্মসূচির কার্যক্রমে সেশন পরিচালনা করেন পিকেএসএফের উপ-ব্যবস্থাপক মাসুম আল জাকী। মাদকাসক্তির কুফল থেকে দূরে রাখার উপায়, প্রতিদিন বই পড়া, প্রভাতে শারীরিক ব্যায়াম, সুষম খাবার গ্রহণ, খাদ্য ও পুষ্টিগুণ, দেশীয় সংস্কৃতি চর্চা, অনলাইন গেমিংয়ের ক্ষতিকর দিকসমুহ, ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে সেশন পরিচালনা করেন তিনি। এছাড়া তিনি পরিবারের কাজে কিশোর-কিশোরীরা কীভাবে তাদের পিতা-মাতাকে সহায়তা করতে পারে, সামাজিক সচেতনতা সৃষ্টিতে কিশোর-কিশোরীদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।
এর আগে একই দিনে নগরীর নগরীর ঝাউতলা ডিজেল কলোনি মাঠে শিশু-কিশোরদের শারীরিক চর্চা বিষয়ক বিভিন্ন অনুশীলন করান মাসুম আল জাকী। কিশোর-কিশোরীদের পড়াশুনার পাশাপাশি ভার্চুয়াল আসক্তি হতে দূরে রাখার লক্ষ্যে ক্রীড়ামুখী করাসহ কিশোর-কিশোরীদের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টিতে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় কৈশোর কর্মসূচি বাস্তবায়ন করছে মমতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে
পরবর্তী নিবন্ধরাউজানবাসী অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী