শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র

| বৃহস্পতিবার , ১৪ অক্টোবর, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর শ্রমিক লীগের উদ্যোগে এক আলোচনা সভা গত ১২ অক্টোবর মহানগর সভাপতি বখতিয়ার উদ্দিন খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমেদের সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এম. জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, এডভোকেট মাহফুজুর রহমান খান। প্রধান অতিথি বলেন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং শ্রমিক শ্রেণির অধিকার আদায়ে শ্রমিক নেতৃবৃন্দের অবদান রয়েছে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ্ব জহিরুল আলম দোভাষ বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলন ও যুগপথভাবে দেশের উন্নয়নে এদেশের শ্রমিক সমাজ বঙ্গবন্ধুর নির্দেশিত পথে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি বলেন, শ্রমিকরাই দেশের প্রাণশক্তি। শ্রমিকদের ছাড়া দেশ ও জনগণের উন্নয়ন সম্ভব নয়। এতে বক্তব্য রাখেন মো. কফিল উদ্দিন, আবু তাহের জেহাদী, নুরুল আবছার, প্রদীপ কুমার ঘোষ, নুর ইয়াছিন চৌধুরী, কানিজ ফাতেমা, দেলোয়ার হোসেন, মো. জামাল, মুজিবুর রহমান, মিজানুর রহমান, খোরশেদ আলম, আজগর আলী, জাহিদুল হক, রেজুয়ান হোসেন, সুমন শেখ, জমির উদ্দিন, নাছির উদ্দিন, আলাউদ্দিন, ফেরদৌস আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বাতিঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মিলার
পরবর্তী নিবন্ধমমতার সামাজিক সচেতনতা ও জীবনশৈলী উন্নয়ন কার্যক্রম