রমজান উপলক্ষে সিএমপির নিরাপত্তা সমন্বয় সভা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

আসন্ন মাহে রমজান শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সরকারিবেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মতবিনিময় গতকাল সোমবার সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইনস্থ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। এ সময় তিনি মাহে রমজান উদযাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সুনির্দিষ্ট বিষয়গুলোর উপর আলোকপাত করেন। নিরাপত্তা সমন্বয় সভাটিতে বিভিন্ন সরকারিবেসরকারি দফতরের প্রতিনিধিগণ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ছাড়াও সিএমপির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) আসম মাহতাব উদ্দিন এবং উপকমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ৯০ বিলিয়ন ডলারের রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ে সক্ষম চট্টগ্রাম বন্দর
পরবর্তী নিবন্ধদোহাজারী দিয়াকুল উচ্চ বিদ্যালয় ও কলেজে নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন