যৌতুককে না বলতে হবে

নোহা নেছার অন্নি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

আমাদের দেশ যৌতুকের অভিশপ্ত একটি দেশ। সরকারি ও বেসরকারি শত প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করে বছরে অনেকে প্রাণ হারাচ্ছে এই যৌতুকের কারণে। অনেক পরিবারকে পথে বসিয়েছে। যৌতুক দিয়ে কন্যা বিয়ে দেওয়ার পরেও অনেক ঘরে কন্যার সুখ শান্তিতে দেখা যায় না। কন্যা হওয়া কি অপরাধ? আর না হয় পিতা বা অভিভাবককে অপরাধীর মতো এত নির্যাতন ও দুঃখ পোহাতে হবে কেন? বরপক্ষের অপমান সইতে হবে কেন? তাহলে, ‘যৌতুকের জন্য দায়ী কে?’

যৌতুক এক গর্হীত কাজ। ইসলামে এর কোনো সম্মতি নেই। ইসলামে প্রত্যেক লেনদেন ও দাবী গ্রহণযোগ্য নয়। আল্লাহ তায়ালা এরশাদ করেছেন, হে ঈমানদারগণ! তোমরা পারস্পরিক সন্তুষ্টিচিত্তে ব্যবসায়িক নিয়ম ছাড়া একে অপরের সম্পদ খেও না। (এই হারাম খেয়ে) তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না। নিশ্চয়ই আল্লাহ তায়ালা তোমাদের জন্য বড় দয়াশীল। আসুন আমরা যৌতুককে না বলি।

পূর্ববর্তী নিবন্ধপরিকল্পিত নগরায়ণ ও দখলমুক্ত ফুটপাত চাই
পরবর্তী নিবন্ধড. লোকানন্দ সি ভিক্ষু স্মরণে