প্রচারপত্র প্রচার প্রসারের বহুল প্রচলিত একটি মাধ্যম। কথায় আছে- প্রচারেই প্রসার। কিন্তু তাতে যদি কোন বিধিনিষেধ না মানা হয় তা হয়ে পড়ে অতি আচার তথা অত্যাচার। হ্যাঁ, চট্টগ্রাম নগরীর বিভিন্ন ফটক হতে শুরু করে ব্যক্তিগত সীমানায়, শিক্ষা-প্রতিষ্ঠানের দেয়ালে, যানবাহনে কিংবা বিদ্যুতের খুঁটির সর্বত্রই প্রচারপত্র, প্রচারচিত্র ও চিকায় সয়লাভ হয়ে আছে। নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে পাল্লা দিয়ে লাগানো হয়েছে নামি বেনামি কোচিং প্রতিষ্ঠানের প্রচারপত্র, ব্যবসায় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, বিভিন্ন নিয়োগপত্র, বাসা ভাড়ার বিজ্ঞাপন কিংবা নির্বাচনি পোস্টার। পথেঘাটে বিলি করা হচ্ছে মুনাফালোভী প্রতিষ্ঠানের রঙবেরঙের হ্যান্ডবিল। যত্রতত্র এসব প্রচারপত্রে নষ্ট হচ্ছে নগরীর নান্দনিক সৌন্দর্য, দূষিত হচ্ছে আমাদের চারপাশ। মনে রাখতে হবে, সড়কে কিংবা অলিগলিতে ময়লার বড় একটা অংশই আসে এসব প্রচারপত্র থেকে।
আমাদের অসচেতনতায় বিভিন্ন সময়ে একে একে এসব খসে পড়ে দিগবিদিক ছড়িয়ে ছিটিয়ে সাধারণের চলাচলে বিঘ্ন ঘটায়। তাই, আসুন নগরের সৌন্দর্য রক্ষার্থে যত্রতত্র প্রচারপত্র লাগানো থেকে নিজে বিরত হই এবং অন্যকেও সচেতন করি। সর্বোপরি সুন্দর নাগরিক জীবন নিশ্চিতে ভূমিকা রাখি।
হাবিব উল্লাহ রিফাত
শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।