বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে গত ২১ শে জানুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ‘শিশু সাহিত্য উৎসব ২০২২’। উৎসবে উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত দুজন শিশুসাহিত্যিক রহীম শাহ এবং আনজীর লিটনকে সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ অতিথি ছিলেন কবি সুজন বড়ুয়া। সভাপতিত্ব করেন কবি আসলাম সানী। সকাল ১০ টায় অতিথিরা এক ঝাঁক শিশুসাহিত্যিকদের সমন্বয়ে বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা করেন। এরপর শুরু হয় আলোচনা পর্ব ও সংবর্ধনা অনুষ্ঠান। শুরুতেই স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সাংবাদিক রাশেদ রউফ। সংবর্ধিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন বিশিষ্ট প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন এবং মাজহারুল হক। তিন পর্বে স্বরচিত লেখপাঠে সভাপতিত্ব করেন শিশু সাহিত্যিক বিপুল বড়ুয়া, জসীম মেহবুব ও গল্পকার দীপক বড়ুয়া। এ পর্বে প্রায় শতাধিক শিশুসাহিত্যিক কবিতা ও ছড়াপাঠে অংশ্রগহণ করেন। শিশু সাহিত্যিক তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে “শিশুসাহিত্য আমার অহংকার” বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন কবি ওমর কায়সার, আবু মুসা চৌধুরী, হাসনাত আমজাদ, উৎপল কান্তি বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, আজিজ রাহমান ও শিবু কান্তি দাশ। অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান ছিল কবি সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় কবি ও নাট্যজন সনজীব বড়ুয়ার সভাপতিত্বে “লেখক পাঠক মুক্তকথা”। উপস্থিত বিভিন্ন পাঠকের প্রশ্নের উত্তর দেন কবি সুজন বড়ুয়া, রহীম শাহ, অরুণ শীল এবং অমিত বড়ুয়া। ঘড়ির কাঁটা যখন রাত ৯ টার ঘরে তখন সংগীত শিল্পী শিউলী রানী নাথ, গল্পকার শিপ্রা দাশ, বাচিক শিল্পী আয়েশা হক শিমু এবং অন্যান্যদের সমন্বয়ে বিখ্যাত সংগীত শিল্পী ভূপেন হাজারিকার “জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়” গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী আয়েশা হক শিমু ও শিমু রহমান। শিশু সাহিত্যের রাজধানী চট্টগ্রামে এ রকম জমজমাট “শিশুসাহিত্য উৎসব”– লেখক ও পাঠক অনেকদিন মনে রাখবে। বর্নিল এ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি রইলো অনেক অনেক ধন্যবাদ। লেখক : ছড়াকার