যুগ-যুগান্তর প্রাণের দোসর

মল্লিকা বড়ুয়া | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

আমি তো তোমার দু’চোখে

রাখতেই চাই আমার দু’চোখ।

বিধাতা অলক্ষ্যে হাসে

আর বলে তবে তাই হোক!

হয়েছিল জোড়া তোমার আমার

দু’হাত, বেঁধেছিল রাখিবন্ধন

দমকা হাওয়ায় ছিড়ে গেল সেই

সুতোর বাঁধন।

বানের জলের মতো

কেটে গেল বহতা সময়

রাত আর দিন

চাঁদের মোমগলা আলোয়

খুঁজি তোমায় প্রতিদিন।

তারপর হঠাৎ একদিন

তোমার চোখে আর মুখে

ভালোবাসা দেখেছিলাম

যে ভালোবাসায়

প্লাবিত ছিল তোমার মন

হায়রে বিধাতা, সেখানে

আনন্দস্নানে ছিল অন্যজন।

ভালবেসে আমি

চেয়েছিলেম শুধুই

দু’চোখ,

তুমিই চাও নি শুধু,

সে আমার হোক।

সে যে আমার ভালোবাসা

যুগযুগান্তর,

আমারই রাখিবন্ধন

প্রাণের দোসর।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধনদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে