যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। গতকাল শুক্রবার ভোর ৫টায় যুক্তরাষ্ট্র থেকে স্ত্রীসহ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর তাকে মীরসরাই থানায় করা একটি মামলায় গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।
গ্রেপ্তারকৃত গিয়াস উদ্দিন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। গ্রেপ্তার গিয়াস উদ্দিনের স্ত্রী তাহমিনা গিয়াস বলেন, দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর তারা দেশে ফেরেন। বিমান থেকে নামার পর গিয়াস উদ্দিনকে আটক করে মীরসরাই থানায় খবর দেয় ইমিগ্রেশন পুলিশ।