যান চলাচলে হাজার অনিয়ম : দেখার কেউ নেই

মোহাম্মদ জাবের | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:০৪ পূর্বাহ্ণ

ইদানীং রাস্তায় গাড়ি নিয়ে নামলে দেখা যায়, ইমার্জেন্সি হর্ন ও এম্বুলেন্স সাইরেন আওয়াজ সাধারণ পাবলিকের গাড়িতে ব্যবহার হচ্ছে, যেগুলো হাসপাতালের এম্বুলেন্সে, রাষ্ট্রীয়, প্রশাসনিক কর্মকর্তা ও পতাকাবাহী গাড়ি যা দেশে সংসদ সদস্য সহ উর্ধ্বতন কর্মকর্তারা তাদের গাড়ি চালানোর সময় ব্যবহার করে থাকেন এখন তা প্রায় গাড়িতে শোনা যায় এই হর্ন ও এম্বুলেন্স সাইরেন। হর্ন শোনার সাথে সাথে আমরা সাধারণ গাড়ি চালকরা যখন গাড়ি সাইড দিয়ে দিই, পরক্ষণে দেখা যায় সে গাড়িটাও আমার মতই সাধারণ, এই অবস্থা যদি আমরা প্রায় দেখে থাকি, তাহলে এই হরনের বা সাইরেনের সুবিধা যারা নেন তারাতো বিপদে পড়ে যাবেন। এক সময় দেখা যাবে একজন মুমূর্ষু রোগী বহনকরা এম্বুলেন্স নিয়ে পেছনে সাইরেন দিচ্ছেন আর আমরা তা সাধারণ গাড়ি মনে করে উনাদের পেছনে রেখে দিয়েছি, তাতে রোগির গাড়ি বা জরুরি গাড়িগুলো ভোগান্তিতে পড়ে যাবে। দেশে এই বিষয়টি দেখার দায়িত্ব কার?
চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র সেনিটারি মার্কেট জুবলী রোড, এনায়েত বাজার, বাটালী রোড ইত্যাদি এলাকা এই এলাকায় এনায়েত বাজার মহিলা কলেজ, কয়েকটা স্কুল সহ আবাসিক এলাকা রয়েছে কিন্তু জনসাধারণের অফিস ও স্কুল, কলেজ ছাত্র-ছাত্রীদের আসা যাওয়ার সময় বিশেষ করে এনায়েত বাজার মোড় থেকে বৌদ্ধ মন্দির মোড় এক পথ রাস্তা কিনতু দুই পথের গাড়ি চলে এখানে বিভিন্ন দোকানের সামনে বড়, ছোট গাড়ি দাঁড় করিয়ে মালামাল লোড আনলোড করে রাস্তা জ্যাম করে রাখে যার কারণে পথচারী ও স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পথচারীরা বা প্রাইভেট গাড়ির চালকরা তাদের প্রতিবাদ করতে গেলে তাদের সাথে ট্রাক, পিকআপ চালক ও কিছু কিছু ব্যবসায়ীর সাথে মুহূর্তে ঝগড়ার রূপ নেয়, এগুলো দেখার মত কি কেউ নেই? এ সকল সমস্যগুলোর জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এবিষয় গুলোর দিকে একটু নজর দিলে জনসাধারণ উপকৃত হয়।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কে জনসাধারণের ভোগান্তি
পরবর্তী নিবন্ধবিনম্র শ্রদ্ধা পনের আগস্টের শহীদদের প্রতি