মহাসড়কে জনসাধারণের ভোগান্তি

| বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর মুরাদপুর ১নং রেল গেইট হতে আতুরার ডিপু পর্যন্ত প্রায় বছর কয়েক ধরে ওয়াসা কর্তৃপক্ষের বিভিন্ন পাইপলাইনের খুঁড়াখুঁড়ির কাজ চলছে, কিন্তু কাজ শেষ হওয়ার কোনো হদিস মিলছে না। কখনও ১নং রেল গেইটে, কখনও হামজারবাগে, কখনও আতুরার ডিপু জুড়ে সড়কে খুঁড়াখুঁড়ির উৎসব নিত্য চোখে পড়ে। কাজ চলুক বা না চলুক সড়কে পড়ে থাকতে দেখা যায় দানব আকৃতির গাড়ি (এক্সকেভেটর) গুলো। এভাবে সংস্কার কাজের পশ্চাতে জনসাধারণের চরম ভোগান্তিতে পড়ার ব্যাপারটা সত্যিকার অর্থে কেউ আমলে নিচ্ছেন না।
এসব খুঁড়াখুঁড়ির ফলশ্রুতিতে প্রতিনিয়ত রাস্তা ব্লক হয়ে ট্রেনের দৈর্ঘ্যের সমান যানজট সৃষ্টি হয়। পাশাপাশি কাজ পরবর্তী সংস্কারের অভাবে সড়কগুলোও খানাখন্দে ভরা। এতে করে সময়মতো শ্রেণিকক্ষে, পরীক্ষার হলে কিংবা কর্মস্থলে পৌঁছানো রীতিমতো দুষ্কর হয়ে পড়েছে। অতএব, জনসাধারণের ভোগান্তি নিরসনে সড়কের সুষ্ঠু ব্যবস্থাপনা চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

হাবিব উল্লাহ রিফাত
শিক্ষার্থী,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসুভাষচন্দ্র বসু : স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা
পরবর্তী নিবন্ধযান চলাচলে হাজার অনিয়ম : দেখার কেউ নেই