যমুনার সামনে অবস্থান নেওয়ার হুমকি জামায়াতসহ ৮ দলের

জুলাই সনদ ও গণভোট আজ রাজপথে অবস্থান এবং শুক্রবার জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

রোববারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসেই গণভোট আয়োজনের দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দল। গতকাল বুধবার দুপুরে মগবাজারের আলফালাহ মিলনায়তনে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর বিডিনিউজের।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে আট দলের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন। ‘ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে’ ৮ দলের নেতাকর্মীরা ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) দেশব্যাপী রাজপথে অবস্থান করবে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি দাবিতে ১৪ নভেম্বর (শুক্রবার) দেশব্যাপী জেলা/মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করবে আট দল।

১৬ নভেম্বর (রোববার) বেলা ১১টায় আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে। বৈঠক শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে মগবাজারের আলফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন হবে। মুজিবুর রহমান বলেন, রোববারের বৈঠকের আগে জনগণের দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে, অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ, নেজামে ইসলাম পার্টির আমির সারওয়ার কামাল আজিজি ও মহাসচিব মুসা বিন ইজহার, খেলাফত মজলিসের আমির আবুল বাসেত, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হাক্কানি, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে
পরবর্তী নিবন্ধবিএনপি ১০০ বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না : নাসীরুদ্দীন