যমুনা অয়েল কোম্পানির বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) ও জেওসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবিএম আজাদ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক শংকর প্রশাদ দেব, মো. সামসুদ্দোহা, খালিদ আহম্মেদ, মোল্লা মিজানুর রহমান, শাকিল আহমেদ, শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, মোহাম্মদ হাসানুজ্জামান, মো. গিয়াস উদ্দিন আনচারী ও কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলাম। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর সাধারণ শেয়ারহোল্ডারগণ অনলাইনে মতামত প্রকাশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। কোম্পানি সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবিএম আজাদ স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন। সমাপনী বক্তব্য প্রদান করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. গিয়াস উদ্দিন আনচারী। সভায় ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ১২০ শতাংশ হারে নগদ লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অন্যান্য আলোচসূচি অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমসজিদ পরিচালনা নিয়ে বিরোধ মারামারি, আহত ১