‘যদি বর্ষে মাঘের শেষ/ ধন্যি রাজার পুণ্যি দেশ।’ খনার এই বচনের মতো মাঘ মাসের শেষের দিকে এসে বৃষ্টি। গতকাল শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামে হালকা বৃষ্টি হয়েছে। সাথে ছিল বজ্রপাত। আবহাওয়া অফিস আজ শনিবার সারা দিন চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে। অন্যত্র মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। গতকাল শুক্রবার এমন পূর্বাভাস দেয়।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিকে ঢাকার কিছু স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে টানা দুদিন।