চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত মৌলভীর দোকান বেশ পুরনো একটি স্টেশন। এই স্টেশনের মাঝ দিয়ে অতিক্রম করেছে আরকান সড়ক। স্টেশনটি গড়ে উঠেছে চৌরাস্তার মুখ নিয়ে। আরকান সড়ক সংলগ্ন মৌলভীর দোকান স্টেশনের পূর্ব পাশে অবস্থিত একটি উচ্চ বিদ্যালয় এবং রাস্তার পশ্চিম পাশে একটি হাসপাতাল, একটি কলেজ, একটি কামিল মাদ্রাসা, একটি প্রাইমারি স্কুল, দুটো হিফজ খানা, একটি কেজি স্কুল সহ একটি গার্ল স্কুল অবস্থিত। চতুর্দিক থেকে ছাত্র–ছাত্রীরা রাস্তা পারাপার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করেন পায়ে হেঁটে, কেউ–বা বাই চাইকেল নিয়ে। কিন্তু, মৌলভীর দোকান আরকান সড়কে জেব্রা ক্রসিং লাইন দেওয়া থাকলেও ছাত্র–ছাত্রী ও সাধারণ মানুষরা রাস্তা পারাপার হতে হিমশিম খায়। কারণ রাস্তায় চলা যানবাহনগুলো মেনে চলছে না কোনো জেব্রা ক্রসিংয়ের আইন। এ ছাড়াও, প্রায় সময় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে রাস্তার মাঝে যানজটের সৃষ্টি করে। ফলে দীর্ঘক্ষণ গাড়ির যাত্রীদের অপেক্ষার প্রহর গুণতে হয় এবং যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষদেরও অসুবিধা হয়ে পড়ে। তা ছাড়া, পাশে হাসপাতাল ও বিদ্যালয় থাকা সত্ত্বেও গাড়ির অধৈর্য বিরক্তিকর হরণ বাজানোর কোনো কমতি নেই। অতএব, রাস্তায় ট্রাফিক পুলিশ ও ট্রাফিক আইন জারির মাধ্যমে চলাচলের ক্ষেত্রে বিশেষ সহায়ক হওয়ার জন্য ট্রাফিক প্রশাসন কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ প্রকাশ করছি।
আবদুর রশীদ
মৌলভীর দোকান,
সাতকানিয়া, চট্টগ্রাম।