সম্পর্কে সম্মান থাকা দরকার

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

জন্মের পর থেকেই মানুষের জীবনে বিভিন্ন সম্পর্ক সৃষ্টি হয়। বাবামা, ভাইবোন, আত্মীয়স্বজন আরো অনেক নামের সম্পর্ক। রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক। বয়সের বিবর্তনে অনেক নামের সম্পর্কের মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায় না, এই সব কিছুরই মাঝে একটাই চাওয়া, সম্পর্কে যেন সম্মান থাকে। কেউ কাউকে অসম্মান করলে সেই সম্পর্ক বেশিদিন ঠিকে না। সমুদ্রের যত গভীরে যাওয়া হয় তার থেকে ফিরে আসতে ততটা পথ অতিক্রম করতে হয়। সম্পর্কের ক্ষেত্রেও একই রকম দেখতে, কারো সাথে যত গভীরভাবে সম্পর্ক গড়ে উঠে তার সাথে বিচ্ছেদ হওয়া ততটা কঠিন হয়ে পড়ে। তাকে ভুলতে চেয়েও সহজে ভুলে থাকা যায় না। সম্পর্কের প্রতি টান উভয়ের মনে থাকা দরকার। সম্পর্কে সম্মান খুবই দরকার। কেননা সম্মানের অনুপস্থিতিতে একটি সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। যার সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠে সে যদি একটা সময়ে এসে অপমান করে তাহলে মেনে নিতে খুব কষ্ট হয়। কারণ, পর থেকেও আপন কেউ আঘাত করলে তার ভার সহ্য করার মতো কোনো স্থান থাকে না মনে। সময়ের বিবর্তনে ভালোবাসাগুলো মিথ্যা হয়ে যায়। সব কিছু ভুলে থাকতে চেয়েও ফিরে আসতে খুব কষ্ট হয়। তবে বাস্তবতায় সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। এই জীবনে বহু রঙ্গের মানুষ আসবে আবার চলে যাবে। সবাইকে মন উজাড় করে ভালোবাসলেও নিজের মনকে আগে বুঝাতে হবে তারা চিরকাল সাথে থাকবে না। তারাও একদিন বিদায় নিবে। ভালোবাসা আর ভালোলাগার মাঝে সম্মানের জায়গাটি থাকা দরকার। অন্ততপক্ষে আত্মমর্যাদার কারণে হলেও ছেড়ে আসতে হবে অসম্মানের জায়গা থেকে। ভালোবাসায় দেওয়ার স্থানে যাতে সম্মান থাকে এইটাই কাম্য।

পূর্ববর্তী নিবন্ধমৌলভীর দোকান স্টেশনে ট্রাফিক পুলিশ চাই
পরবর্তী নিবন্ধকত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে