আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গত মাসের শুরুতে করোনা রোগীদের চিকিৎসার লক্ষ্যে উত্তর কাট্টলীতে চালু করা হয় ৫০ বেডের করোনা আইসোলেশন সেন্টার। গতকাল রবিবার মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে আইসোলেশন সেন্টারে কর্মরত চিকিৎসক-নার্স টিমের সাথে কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাহের গ্রুপের চেয়ারম্যান এম এ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, করোনাকালের শুরু থেকে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় করোনা রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে চালু করা হয় করোনা আইসোলেশন সেন্টার। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে বেশ সুনামের সাথে চলছিল এখানে চিকিৎসা সেবা কিন্তু দেশে এখন করোনার প্রকোপ কমে যাওয়ায় এবং আইসোলেশন সেন্টারে রোগী না থাকায় চিকিৎসক-নার্সদের পরামর্শে আপাতত আইসোলেশন সেন্টার বন্ধ থাকবে। পুনরায় করোনার প্রকোপ বাড়লে তা আবার চালু করা হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির সভাপতি শাহীন আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, সাহীদুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মেজবাহ উদ্দিন তুহিন। প্রেস বিজ্ঞপ্তি।