জেলা প্রশাসনের আর্থিক সহায়তা পেল ৫৫০ অসহায় মানুষ

| সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে করোনা পরিস্থিতিতে সমাজের কর্মহীন, অসহায় ও হতদরিদ্র বিভিন্ন শ্রেণি-পেশার ৫৫০ জন মানুষের প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব নগদ অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে নগদ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক আগ্রাবাদ কার্যালয়ের জেনারেল ম্যানেজার আলী আশরাফ আবু তাহের, ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল হক ও ব্যাংকের চট্টগ্রাম উত্তরের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ হোছাইন। জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে জেলা প্রশাসনকে সহায়তা করেন তৃণমূল নাট্যদল, বেকার যুব ফাউন্ডেশন, রেড ক্রিসেন্ট ও বেটার ফিউচার বাংলাদেশ। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, উদ্ভুত কোভিড পরিস্থিতি মোকাবেলায় উন্নত বিশ্বের অনেক দেশ যেখানে হিমশিম খাচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে ও কর্মপরিকল্পনায় বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। একসময় যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো আজ প্রতিটি নির্দেশক সূচকে প্রতিবেশী অনেক দেশকেই ছাড়িয়ে গেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধজোয়ার-ভাটার সময়সূচি