নগরীতে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে বড় বোনের সঙ্গে ঝগড়া করে এক কিশোর আত্মহত্যা করেছে। নগরীর ডবলমুরিং থানাধীন রশিদ বিল্ডিং এলাকায় আজ শুক্রবার (৫ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
ইমন হোসেন খান (১৫) নামের ঐ কিশোরের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকার তেঁতুলিয়া গ্রামে। বাংলানিউজ
তিনি মৃত শাহাবুদ্দিন খানের ছেলে।
আমির সওদাগরের ভাড়া বাসায় ইমন আত্মহত্যা করে বলে জানান তার বোন রুবিনা আখতার।
রুবিনা আক্তার বলেন, “আমার ভাই যতই রাগ করুক না কেন, আমরা সবসময় তাকে বুঝিয়েছি কিন্তু হঠাৎ এমন ঘটনা ঘটাবে কল্পনাও করতে পারিনি।”
রুবিনা বলেন, “প্রতিদিন সে রাত জেগে মোবাইল ফোন ব্যবহার করলে আমি নিষেধ করতাম। ঘটনার দিন রাত ১২টার দিকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখলে আমি মোবাইল ফোনটা নিয়ে নিই। পরে ভোর চারটার দিকে দেখি, তার গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।”
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভোরে রশিদ বিল্ডিং এলাকায় এক কিশোরের আত্মহত্যার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ডবলমুরিং থানা পুলিশ। পরিবার সূত্রে জানতে পারি, মোবাইল ফোন নিয়ে ঝগড়ার জেরে সম্ভবত রাগ করে সে আত্মহত্যা করেছে।
ডবলমুরিং থানার এসআই অজয় ধর বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”