ইউটিউব থেকে সরানো হলো মিয়ানমারের ৫ টিভি চ্যানেল

আজাদী অনলাইন | শুক্রবার , ৫ মার্চ, ২০২১ at ১২:৫৭ অপরাহ্ণ

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব তাদের প্ল্যাটফর্ম থেকে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত ৫টি টেলিভিশন চ্যানেল সরিয়ে নিয়েছে।
গত ফেব্রুয়ারিতে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিডিনিউজ
“কমিউনিটি গাউডলাইন ও প্রযোজ্য আইন অনুযায়ী আমরা ইউটিউব থেকে বেশ কয়েকটি চ্যানেল বন্ধ করে দিয়েছি এবং অনেকগুলো ভিডিও সরিয়ে নিয়েছি,” এক প্রশ্নের জবাবে দেওয়া বিবৃতিতে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানি অ্যালফাবেটের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের এক মুখপাত্র।
এর আগে ফেসবুক কর্তৃপক্ষও তাদের প্ল্যাটফর্মে মিয়ানমারের সেনাবাহিনী এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট ও পেইজ নিষিদ্ধ করেছিল।
প্ল্যাটফর্ম থেকে যে ৫টি চ্যানেল সরানো হয়েছে সেগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালিত মিয়ানমার রেডিও অ্যান্ড টেলিভিশনের (এমআরটিভি) পাশাপাশি সেনা নিয়ন্ত্রিত মায়াওয়াদি মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি ও এমডব্লিউডি মিয়ানমারও আছে বলে জানিয়েছে ইউটিউব।

পূর্ববর্তী নিবন্ধসুস্থ ও সম্মান নিয়ে বিদায় নেওয়া একজন কর্মকর্তা-কর্মচারীর পরম প্রাপ্তি
পরবর্তী নিবন্ধমোবাইল ফোন নিয়ে বড় বোনের সঙ্গে ঝগড়ায় ভাইয়ের আত্মহত্যা