মৈনাক পাঠচক্রের প্রশিক্ষণ কর্মশালা

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

বাঙালির চেতনার বিকাশ ও আত্মপ্রতিষ্ঠায় একুশে ফেব্রুয়ারি ভাস্বর হয়ে থাকবে। ৮ ফাল্‌গুনের রক্তপলাশ ঝরা বিকেলে রাষ্ট্রভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছিলো তাদের স্মরণে

মৈনাক পাঠচক্রের আয়োজনে চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে ‘একুশের চেতনা ও আজকের বাঙালি সমাজ’ শিরোনামে আলোচনা সভা এবং ‘বাংলা উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়।

রাজিন সালেহ’র সঞ্চালনায় আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যাপক সুফিয়া বেগম। আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক রিজোয়ান মাহমুদ, কবি ইউসুফ মুহম্মদ, কবি মাহবুবা চৌধুরী। আলোচনায় অংশ নেন রাখেন গাজী খোরশেদ, নাফিসা নবী, অধ্যাপক মুজিব রহমান।

দ্বিতীয় অধিবেশনে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মুজিব রাহমান ও মুমতাহিনা মাহি।

ধন্যবাদ জ্ঞাপন করেন, মৈনাক পাঠচক্রের প্রধান সমন্বয়ক আবু হানিফ নোমান।

আলোচনা সভা শেষে স্বরচিত কবিতা, কবিতা আবৃত্তি ও ছোটগল্প রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগ্রুপ থিয়েটার উৎসবে ‘অস্পৃশ্য’ মঞ্চস্থ
পরবর্তী নিবন্ধহাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সভা