মেয়ের মৃত্যুর খবরে শাশুড়ির লাশ রেখে ছুটে আসেন চিনু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ জানুয়ারি, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বয়সজনিত রোগে বৃহস্পতিবার রাতে মারা যান শাশুড়ি। ভোররাতে সৎকারের কাজ চলছে। ওই সময় মেয়ে আগুনে পুড়ে মারা যাওয়ার খবর পেয়ে ছুটে আসেন চিনু দে (৬৫)।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাজনপাড়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়ে মারা যান। আহত হয়েছেন আরো একজন। মারা যাওয়া একজন চিনুর মেয়ে লাকি বসাক। আছে তার নাতি সৌরভ ও সায়ন্তী, বেয়াই কাঙ্গাল বসাক ও বেয়াইন ললিতা বসাক। দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মেয়ের জামাই খোকন বসাক।

আগুনে মেয়ে ও নাতি-নাতনির মারা যাওয়ার খবর পেয়ে শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরের মোমিন রোড ঝাউতলার বাসা থেকে ছুটে এসেছেন চিনু দে। রাঙ্গুনিয়ার ধামাইরহাট ও শান্তিনিকেতনের শ্বশুড়বাড়ি থেকে এসেছেন লাকির বড় বোন মনি দে ও ছোট বোন ঝর্ণা দে। কান্নাকাটি করতে করতে তারা বলেন, মা এত শোক সহ্য করবেন কিভাবে?

চিনু দে আহাজারি করতে করতে বলছিলেন, লাকি বলে এখন কাকে ডাকব? কার বাড়িতে বেড়াতে আসব?

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন পরিবারের সবাই ঘুমিয়েছিলেন। ঘটনাস্থলে পৌঁছার আগে একজন দগ্ধ অবস্থায় জীবিত বের হয়ে আসেন। ভোররাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একটি শয়নকক্ষ থেকে বাড়ির ৫ জনের অঙ্গার দেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চুলার পাশে রাখা লাকড়ির আগুন থেকে আগুন ছড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ি ঝিরিতে মিলল সাবেক কাউন্সিলর পুত্রের লাশ
পরবর্তী নিবন্ধএকটু অসতর্কতার জন্য সব শেষ