জনপ্রিয় অভিনেত্রী-সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলা লেখালেখির সঙ্গেও জড়িত। এর আগে প্রকাশ পেয়েছিল তার লেখা প্রথম বই। ভ্রমণবিষয়ক সেই বইয়ের নাম ছিল ‘আইরা আর মায়ের অভিযান: তানজানিয়ার দ্বীপে’। খবর বাংলানিউজের।
বিভিন্ন সময়ে মেয়ে আইরা তাহরিম খানকে সঙ্গে নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়ান মিথিলা। তাদের তানজানিয়ার দ্বীপে ঘুরে বেড়ানোর গল্পই উঠে এসেছিল বইটির পাতায় পাতায়। বইটি প্রকাশের সময় মিথিলা জানিয়েছিলেন, ভ্রমণবিষয়ক বইটি সিরিজ আকারে বের হবে। সেই ধারাবাহিকতায় এবার বইমেলায় প্রকাশ হলো তার লেখা ভ্রমণবিষয়ক সিরিজের আরেক বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’। গত শনিবার বইমেলার শিশু চত্বরে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন মিথিলা ও তার মেয়ে আইরা।
এ সময় মিথিলা জানান, আফ্রিকার তানজানিয়া সাফারি পার্কে মেয়ে আইরার সঙ্গে ঘুরে বেড়ানোর গল্প তুলে ধরা হয়েছে বইটিতে।