স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইউনিটের নবগঠিত কমিটি গত ১১ ডিসেম্বর মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে মতবিনিময় করেছে। স্বাশিপ বিভাগীয় সভাপতি অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সদস্য আমজাদ হোসেন চৌধুরী ও নুর মোহাম্মদ তালুকদারের উপস্থিতিতে মতবিনিময় সভায় চসিক কমিটির পক্ষে ছিলেন সভাপতি টিংকু কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইন মাহমুদ।
এ সময় কার্যকরী সদস্য সুকুমার দেবনাথ, সাবিনা বেগম, নুর হোসেন, মিজানুর রহমান, অরুণ আচার্য, কামরুল ইসলাম, আব্দুর রহিম, মনিরুল ইসলাম, নীলুফার ইয়াছমিন, বশিরুল হুদা, লিটন দেব, ওসমান গনি, মানস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।