মেয়রের সাথে চাক্‌তাই খাতুনগঞ্জ আড়তদার সমিতির মতবিনিময়

| শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে গত বৃহস্পতিবার মেয়র কার্যালয়ে মতবিনিময় করেছেন চাক্‌তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এসময় সমিতির নেতৃবৃন্দ চাকতাই খাতুনগঞ্জের নানাবিধ সমস্যা ও অবকাঠামোগত উন্নয়নের বিষয় তুলে ধরেন। তাঁরা মহাসড়কে ওজন স্কেল, চাকতাই খাতুনগঞ্জে গণশৌচাগার তৈরি, বিনোদনের ব্যবস্থা ও একটি সভা সেমিনারের জন্য উপযোগী মিলনায়তন গড়ে তোলার জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান। এতে উপস্থিত ছিলেন চাক্‌তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ দাশগুপ্ত, শিল্প ও সাহিত্য সম্পাদক মো. নাজমুল হক, নির্বাহী সদস্য মো. হারুনুর রশিদ, মো. শরীফ, সদস্য মো. আব্বাস উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ও নগর সেক্টর কমান্ডারস ফোরামের সভা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনে ধর্ম প্রতিমন্ত্রী