মেহেদিবাগে মার্কেট ও হাসপাতাল নির্মাণের কারণে এলাকাবাসীর ভোগান্তির আশংকা

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রাণকেন্দ্র মেহেদিবাগ রোডে আবাসিক ভবনের নক্‌্‌শা করে দালান নির্মাণের পর সেখানে বাণিজ্যিক ভিত্তিতে হাসপাতাল ও মার্কেট নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসীকে আবাসিক ফ্ল্যাট নির্মাণের কথা জানিয়ে সে অনুযায়ী আট তলা ভবনের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে এক ব্যক্তি। চট্টগ্রাস উন্নয়ন কর্তৃপক্ষের আইন অনুযায়ী সেখানে নীচতলা পার্কিং এর জন্য বরাদ্দ রাখার বাধ্যবাধকতা থাকলেও এখন দেখা যাচ্ছে নীচ তলায় দোকানঘর ও মার্কেট নির্মাণ করা হচ্ছে এবং দ্বিতীয় তলা থেকে শুরু করে ৯ তলা পর্যন্ত পুরো ভবনটিকে হাসপাতাল নির্মাণ করার জন্য বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য মেহেদিবাগ মূলত একটি আবাসিক এলাকা এবং এ সড়ক ইতিমধ্যে ন্যাশনাল ও ম্যাক্স হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে এলাকায় সার্বক্ষণিক যানজট লেগে থাকে। এহেন পরিস্থিতিতে আরও একটি হাসপাতাল ও মার্কেট নির্মাণ করলে তীব্র যানজটসহ এলাকার পরিবেশ দুর্বিষহ হবে এবং এলাকায় বসবাসকারী জনগণের শান্তি বিনষ্ট করবে বিধায় আশেপাশের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অতএব, সি.ডি এ, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরেজমিন পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।

এলাকাবাসীর পক্ষে- সাইদুর রহমান
৬১১ মেহেদিবাগ রোড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধজোনাথন সুইফট : নয়া ক্লাসিক্যাল যুগের প্রতিভাবান লেখক
পরবর্তী নিবন্ধপ্রবারণা