মেসেঞ্জারের নতুন চেহারা আনল ফেসবুক

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২০ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ফেসবুক তার মেসেঞ্জারকে আবারও নতুন চেহারায় প্রকাশ করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) উন্মোচিত মেসেঞ্জারে লোগো, চ্যাট কালার, চ্যাট থিম এই সব কিছুতেই দেখা যাচ্ছে নতুনত্ব। এছাড়াও ভবিষ্যতে সেলফি স্টিকার এবং ভ্যানিশিং মোড’সহ নতুন কিছু ফিচার আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মেসেঞ্জারের ভিপি স্ট্যান চাডনোভস্কি জানান, বিশ্বব্যাপী আমাদের ১০০ কোটির ওপরে ব্যবহারকারীর সার্বজনীন যোগাযোগ মাধ্যম হিসেবে এটিকে গড়ে তুলতে চাই। তবে এটি একজন ব্যবহাকারীর প্রাইভেসির চেয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ নয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, লোগো থেকে শুরু করে নতুন সব এবং আসন্ন ফিচারগুলো ব্যবহারকারীদের জন্য আরও আনন্দদায়ক এবং পারসোনালাইজড হবে।

পূর্ববর্তী নিবন্ধখুচরায় নির্ধারিত দামে হচ্ছে না আলু বিক্রি
পরবর্তী নিবন্ধবিশ্ব জুড়ে কয়েক ঘণ্টা ডাউন ছিল টুইটার