দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জয়ী হয়েছেন; তবে দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে।
বরিশাল–২ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন। গতকাল দিনভর ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম এই আসনের ফলাফল ঘোষণা করেন। উজিরপুর ও বানারীপাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৪ দলের নৌকা প্রতীকের এই প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। এই আসনে শের–ই–বাংলা একে ফজলুল হকের নাতি এ কে ফাইয়াজুল হক স্বতন্ত্র প্রার্থী ছিলেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে মেনন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট। খবর বিডিনিউজের। এদিকে রাজশাহী–২ আসনে নৌকা প্রতীকের ১৪ দলের প্রার্থী ফজলে হোসেন বাদশা স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন। দিনভর ব্যালটে ভোট শেষে রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী রাজশাহী নগর আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা পেয়েছেন ৫৪ হাজার ৯০৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬৩ ভোট। সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ১৪ দলের প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা এর আগের টানা তিনবারের সংসদ সদস্য।