মেট্রোরেল উদ্বোধনের আনুষ্ঠানিকতা সেরে মেট্রো ট্রেনে চড়ে উত্তরার দিয়াবাড়ি থেকে ১৮ মিনিটে আগারগাঁওয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার দুপুর ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ট্রেন উত্তরা থেকে আগারগাঁওয়ের দিকে ধীরগতিতে ছুটতে শুরু করে; এরপর ২টা ১১ মিনিটে আগারগাঁওয়ে পৌঁছায় ট্রেনটি। উত্তরা উত্তর স্টেশনের এক নম্বর কাউন্টার থেকে মেট্রোরেলের টিকেট কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। উত্তরা থেকে আগারগাঁওয়ের এই পথের দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এই দূরত্বে মেট্রো ট্রেনের ১০ মিনিট সময় লাগার কথা থাকলেও ধীরগতিতে বেশি সময় নিয়ে চলে ট্রেনটি। খবর বিডিনিউজের।
এদিন দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় তিনি দিয়াবাড়ি স্কুল মাঠে সুধী সমাবেশে যোগ দেন। সেখানে আনুষ্ঠানিকতা সেরে ১টা ৩০ মিনিটে উদ্বোধনী ফলকের কাছে একটি তেঁতুল চারা রোপণ করেন।
১টা ৩৪ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের এক নম্বর কাউন্টার থেকে মেট্রোরেলের টিকেট কাটেন প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন ও সেতু সচিব এবিএম আমিন উল্লাহ নূরী, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিকসহ বেশ কয়েকজন এ সময় তাদের সঙ্গে ছিলেন।
টিকিট কেটে চলন্ত সিঁড়িতে চড়ে স্টেশন প্লাজার তৃতীয় তলায় প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ান প্রধানমন্ত্রী। সেখানে ১টা ৩৯ মিনিটে সবুজ পতাকা দুলিয়ে একটি ট্রেনের যাত্রার সবুজ সংকেত দেন তিনি। পরে সেই সবুজ পতাকায় স্বাক্ষর করেন।
এই অনুষ্ঠানিকতা সেরে বেলা ১টা ৪৫ মিনিটে নির্ধারিত ট্রেনে চেপে বসেন প্রধানমন্ত্রী। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, ধর্মীয় প্রতিনিধি, মন্ত্রিসভার সদস্য, দলীয় জ্যেষ্ঠ নেতারাসহ অতিথিরাও ট্রেনে ওঠেন। আট মিনিট পর ট্রেনটি আগারগাঁওয়ের দিকে যাত্রা শুরু করে।
প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানার মাঝের আসনে বসেছিলেন দলের জ্যেষ্ঠ নেতা মতিয়া চৌধুরী। যাত্রা পথে নিজ আসন থেকে উঠে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। আগারগাঁওয়ে পৌঁছালে আগে থেকেই অপেক্ষমাণ গাড়ি বহরে চড়ে গণভবনের দিকে চলে যান প্রধানমন্ত্রী।