মেঘের বুকে বৃষ্টি

পারভীন ফাতেমা | রবিবার , ৩০ মে, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

মেঘ তুমি শান্ত হও
আর করোনা গর্জন,
বৃষ্টি আছে তোমার বুকে
ভাবনায় সারাক্ষণ।
মেঘ তুমি রাঙিয়ো না চোখ
বিদ্যুৎ এর রূপ নিয়ে,
বৃষ্টি তবে ঝরবে না আর
রিমঝিম ছন্দ দিয়ে।
মেঘ পুরো আকাশ জুড়ে
তোমার অবাধ বিচরণ,
বৃষ্টি থাকে চুপটি করে
বলো ঝরবে সে কখন?
মেঘ তুমি শান্ত হলে
বৃষ্টি তবেই ঝরবে,
অঝোর ধারায় মনের সুখে
মাটির বুকে পড়বে।
মেঘ তোমার গর্জনে
স্বস্তি পায় না কেউ,
বৃষ্টির ধারা এনে দেবে
পরম শান্তির ঢেউ।

পূর্ববর্তী নিবন্ধক্যানভাস
পরবর্তী নিবন্ধপমেটম জীবন