মেঘের আড়াল থেকে এসো তুমি

ফখরুল ইসলাম | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কত পথ, কত কাল- আসবে কি তুমি!
এই রাত্রির ঘন অন্ধকার
পেরিয়ে- আসবে কি তুমি!
পথ হারা মানবতা, দিক হারা পাল,
ছুটছি দিগ্বিদিক, আহত হয়ে,
চিৎকার করে কাঁদছি, হারিয়ে জানমাল।

কেউ বলছে এটা, কেউ বলছে ঐটা,
অদম নিরহ আমরা, ভীত-সন্ত্রস্ত,
কার পানে চাই, কি করব হায়!
করছি যাহা লোক পানে শুনছি সেটা!
পালে বইছে হাওয়া, বিচলিত মন,
করি মিনতি দুই হাত তুলে,
ভোরটা শুধুই তোমারি
করবো, এই ধরিত্রীর পন।
কত অপেক্ষা, কত ভোর।
পথপানে চেয়ে?
এই বিভীষিকাময় রজনী কাটবে
একদিন, সব আঁধার-আলো হয়ে।
হয়তবা তুমি আমি এই পাড়- ঐ পাড়,
রইবে না আমাদের এই মায়াজাল
কাঁদব আমি, কাঁদবে তুমি
যাবে থমকে, এই পৃথিবী।

তবুও এসো তুমি! সাদা কালোয়,
পলেস্তরা জমানো মনটা,
আহত পাখি হয়ে,
সূদুর পানে চেয়ে, এসো
মেঘের আড়াল থেকে
ফিরে এসো, এই ধরনীতে- যত পাপ
সবগুলো শুদ্ধি করে দাও।

পূর্ববর্তী নিবন্ধসুখের নদী
পরবর্তী নিবন্ধভ্রান্তি