মেক্সিকোর গণকবর থেকে ৩৪ মরদেহ উদ্ধার

| শনিবার , ২৮ জুন, ২০২৫ at ১:১১ অপরাহ্ণ

মেক্সিকোর কর্তৃপক্ষ অপরাধমূলক সহিংসতায় জর্জরিত পশ্চিমাঞ্চলের একটি গণকবর থেকে ৩৪টি দেহাবশেষ উদ্ধার করেছে। দেশটির স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর বাসসের। মেঙিকোর গুয়াদালাজারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রসিকিউটর সালভাদর গঞ্জালেজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশের অন্যতম শক্তিশালী মাদক চক্রের আবাসস্থল জালিস্কো রাজ্যের জাপোপানে নির্মাণ কাজের সময় দেহাবশেষ পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে প্রাথমিক আবিষ্কারের পর মৃতদেহ অনুসন্ধানের জন্য মাটির নিচে মরদেহ খুঁজে বের করতে রাডার ও মরদেহ শনাক্তকারী কুকুর ব্যবহার করা হয়।

ল্যাটিন আমেরিকান জাতির অপরাধী গোষ্ঠীগুলো প্রায়শই তাদের শিকারদের অচিহ্নিত কবরে কবর দেয়, অথবা কোনও চিহ্ন না রেখে পুড়িয়ে দেয়। জালিস্কো মেক্সিকোর অন্যতম অঞ্চল যেখানে নিখোঁজ ব্যক্তি সংকট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা শিথিলের সঙ্গে ৩০ বিলিয়ন ডলার, ইরানকে পটাতে মার্কিন ‘টোপ’