বেঁচে থাকার সদিচ্ছায় আকুল। বৈশ্বিক মহামারী নিপাত যাক। নিঃশ্বাসের প্রাণ ফিরে আসুক মানুষে মানুষে। বৈশাখ প্রীতি, নবান্নের মেলা, হাডুডুর মেঠো পথে পান্ত নিবাস ভাবা যায় না। উৎসব হোক ঘরে ঘরে, জমাট বলী খেলা, আম্র মুকুলের ছড়াছড়ি সেতো এখন বলিহার। নিরুপায় মহামারীর প্রতাপে। তবে হাতে রহমের কান্ডারী হয়ে আছে মাহে রমজান। আসুন বিধাতার দরবারে পূর্ণতার ফরিয়াদে নিজেদের উজাড় করি। ভালবাসা পুনঃ মূল্যায়নের দ্বার খুলি। বন্ধুরা, মার্কেটিংয়ের নামে নতুন সংকট সৃষ্টি করোনা। সংক্রমণের লাফানো গতিবিধিতে ভয়ানক মুষড়ে পড়ছি। সংকট বাড়ছে। হাসপাতালে সিট নেই, ডাক্তার সেবক পরিশ্রান্ত। আর শুনতে ইচ্ছে হয়না মৃত্যু আর মৃত্যু।
এম্বুলেন্সের মর্মস্পর্শী আওয়াজ। আমরা ইতিমধ্যেই বিমর্ষ মৃত্যু উপত্যকায় সারিবদ্ধ কাতারে শরীর হয়ে আছি। করোনার নাভিশ্বাস – লাশ আর লাশ তলিয়ে দিচ্ছে মনের উদ্যোমী সব কায়া। দোহাই বেঁচে থাকার অবলম্বনের পথ মেনে চলুন। মাস্ক পরে প্রয়োজনীয় কর্ম সাধনে পদ চলুন। সাবধান! অসময়ের মত তাড়িত না হয়ে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। সুরক্ষিত থাকুন সব সময়। করোনা ঘাতক ব্যাধি, যা নীরবে মানব দেহে নিঃশ্বাসের বলয়ে নিঃসৃত করে দেয়। লকডাউনের নিয়ম নীতিতে নির্ভরশীল হয়ে উঠুন। মৃত্যুর উপত্যকায় গতি রোধে সচেষ্ট হোন।