লকডাউন

ফারজানা আজিম | সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আক্রমণের ফলে দিশেহারা মানুষ। বদলে গেছে জীবনযাপন। তৈরি হয়েছে নতুন নতুন বিধি নিষেধ। কোয়ারেন্টাইন আইসোলেশন ও লকডাউন এর মতন অনেক শব্দ জেনেছে বিশ্ববাসী। তবে এর আগেও লকডাউন হয়েছিল। জানা যায় ২০০১সালের ১১ই সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলা হয়, সেই হামলায় সেন্টারটি ভেঙ্গে পড়ার পর আমেরিকায় প্রথম লকডাউন ঘোষণা করা হয়েছিল। তখন থেকেই প্রচলন হয় লকডাউন কথাটির। এরপর ২০১৩ সালে বোস্টনে এবং ২০১৫সালে প্যারিসে হামলার পর ব্রাসেলস এ লকডাউন ঘোষণা করা হয়েছিল। ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বহু দেশ ও শহরে লকডাউন করা হয়েছে,যা এখনো চলছে। বাংলাদেশে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় প্রথম লকডাউন করা হয়। লকডাউন এর সহজ অর্থ হলো ‘অতি জরুরি প্রয়োজন ছাড়া সবকিছু বন্ধ থাকা।’ ফলে করোনাভাইরাস রোধে দেশে দেশে এখন লকডাউন চলছে। বিশ্বে এখন এমন কিছু ভাইরাস ছড়িয়ে পড়েছে যা দেশে দেশে, ঘরে ঘরে, মানুষে মানুষে,আর এই সন্ত্রাসের নাম হল ‘খুন, গুম, হত্যা, ধর্ষণ ও সন্ত্রাস।’ পৃথিবীর মানুষ এখন এক বীভৎস ও বিমর্ষতার মধ্যে দিয়ে দিনযাপন করছে। এই সংক্রমণের হার এখন এত বেশি যে, কোন রকমেএই সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। মানুষ মানছে না কোন মানবতা বিধি। তাই হয়তো সৃষ্টিকর্তা মনে করছেন এমতাবস্থায় হয়তো লকডাউন ই কিছুটা স্বস্তি এনে দিতে পারে। এতে হয়তো করোনা ও মানবতা দুটোরই কিছু উন্নতি হবে। তবে উভয় ক্ষেত্রেই প্রয়োজন জনসচেতনতা।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর উপত্যকায়
পরবর্তী নিবন্ধলুকোচুরি