মুশফিক-লিটনের সেঞ্চুরিতে ধ্বংসস্তুুপ থেকে চূড়ায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৩ মে, ২০২২ at ৭:১১ অপরাহ্ণ

ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুটা হয়েছিল বাংলাদেশের একেবারে হতশ্রী। হতশ্রী বললে ভুল হবে। বলতে হবে প্রথম আধ ঘন্টাতেই বাংলাদেশ পরিণত হয়েছিল ধ্বংসস্তুপে।

কারণ ২৪ রানে যখন পাঁচ টপ অর্ডার ব্যাটসম্যান ফিরে আসে তখন আর থাকে কি। তবে সেখান থেকে ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে লড়াই শুরু করেন লিটন এবং মুশফিক। দক্ষিণ আফ্রিকা সিরিজের দুই টেস্টের দ্বিতীয় ইনিংসের স্মৃতি যখন উকি দিচ্ছিল তখন বুক চিতিয়ে লড়াই করেন এ দুজন। আর দিনটা শেষ করেন একেবারে অবিচ্ছিন্ন থেকে।

ততক্ষণে ধ্বংসস্তুপ থেকে বাংলাদেশ পৌঁছে গেছে হিমালয়ের উচ্চতায়। সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন এবং মুশফিক দুজনেই। আর দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। লিটন ১৩৫ রানে এবং মুশফিক ১১৫ রানে অপরাজিত আছেন।

এ দুজন ষষ্ঠ উইকেটে যোগ করেন ২৫৩ রান। যা ষষ্ঠ উইকেটে বাংলাদেশের রেকর্ড রানের জুটি। যদিও আগের জুটিটার সাথেও জড়িয়েছিল মুশফিকের নাম।

২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে আশরাফুলকে সঙ্গে নিয়ে ১৯১ রান যোগ করেছিলেন মুশফিক। আজ সেটিকে ছাড়িয়ে গেলেন। মুশফিক তুলে নিয়েছেন তার নবম সেঞ্চুরি আর লিটন তুলে নিয়েছেন তৃতীয় সেঞ্চুরি। এখন দুজন মিলে কাল দলের ইনিংসটাকে কতদূর নিয়ে যেতে পারেন সেটাই দেখার বিষয়।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে মুট কোর্ট প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াই আইনের শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসা, অবশেষে গ্রেফতার