শিল্পী মুর্তজা বশীর প্রজন্মকে আলোকিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। গত মঙ্গলবার শিল্পী মুর্তজা বশীর স্মৃতি অনুদান বৃত্তি উপলক্ষে চবি ও আলট্রামেরিন-এর যৌথ উদ্যোগে ‘ডানা ২১’ শিরোনামে শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এসব কথা বলেন। চবি চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী গ্যালারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি আরো বলেন, বহুমাত্রিক গুণের অধিকারী শিল্পী মুর্তজা বশীর তাঁর সৃজনশীলতায় নতুন প্রজন্মে শিল্প শিক্ষার্থীদের জন্য বহু উপাদান রেখে গেছেন যা অনুসরণযোগ্য। তাঁর পরিবার শিল্পী মুর্তজা বশীর স্মরণে যে বৃত্তির আয়োজন করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানান। এতে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, অধ্যাপক ঢালী আল মামুন, শিল্পী নাজলী লায়লা মনসুর, শিল্পী তনয়া মুনিজা বশীর ও ব্যাংকার কায়েস চৌধুরী। সভাপতিত্ব করেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রশংসাপত্র প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- কাওছার মিয়া, কিরীটি সাহা, সজীব কুমার দে ও নিপা মোনালিসা। গতকাল বৃহস্পতিবার তিন দিনের প্রদর্শনী শেষ হয়।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৫ আগস্ট চিরবিদায় নেন মুর্তজা বশীর। তাঁর স্মৃতি ও কাজকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ২০২১ সাল থেকে ‘আলট্রামেরিন’ শিরোনামে এই বৃত্তি দেওয়া শুরু করে শিল্পীর পরিবার।