মুনীর চৌধুরীর জন্মবার্ষিকীতে গুগলের ডুডল

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১০:৫২ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৫তম জন্মবার্ষিকীতে নিজেদের হোম পেইজে ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বাংলাদেশের এ কৃতি সন্তানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনস্বরূপ গুগলের হোম পেইজে মুনীর চৌধুরীর ছবি সম্বলিত ডুডলটি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকেও গুগলের হোম পেইজে গেলে ডুডলটি দেখা যাবে। গতকাল শুক্রবার পুরো দিনই ডুডলটি গুগলের হোম পেইজে ছিল।
ডুডলটিতে দেখা যায়, বই হাতে ধূসর রঙের এক পোশাকে সামনের দিকে তাকিয়ে আছেন মুনীর চৌধুরী। তার ছবি দেখার পাশাপাশি ডুডলটিতে ক্লিক করলে মুনীর চৌধুরী সম্পর্কে জানা যাবে এমন অনেকগুলো লিংকও চলে আসবে। অর্থ্যাৎ স্বয়ংক্রিয়ভাবে মুনীর চৌধুরীর তথ্য খুঁজে একজন ব্যবহারকারীকে দেখাবে গুগল। একই সঙ্গে ডুডলটি শেয়ার করার সুযোগও আছে সেখানে। এ ডুডল প্রকাশের জন্য গুগলকে ধন্যবাদ জানিয়েছেন মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর। খবর বাংলানিউজের।
গতকাল এক ফেসবুক পোস্টে আসিফ মুনীর লেখেন, ‘আজ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৫তম জন্মবার্ষিকীতে গুগল-এর উপহার। বাংলাদেশে যারা আছেন, তারা আজ সারাদিন দেখতে পারবেন। আর যারা বিদেশে আছেন, তাদের জন্য গুগল ডুডল চিত্রকর্মটি এখানে দিচ্ছি। গুগলকে ধন্যবাদ !!’

পূর্ববর্তী নিবন্ধদেশে মোবাইল টাওয়ার শেয়ারিং শুরু
পরবর্তী নিবন্ধচড়াদামে কেনা ধানের বীজে অঙ্কুরোদগম না হওয়ায় চিন্তা