কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিববর্ষ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দুটি খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্বে গতকালের প্রথম ম্যাচে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ৪৭ রানে তাদের প্রতিপক্ষ ২২ গজকে পরাজিত করে। টসে জিতে বন্দর স্পোর্টস কমপ্লেক্স ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে ২২ গজ ১৯.৩ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে ৯৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রবিউল ৪ উইকেট এবং ১৪ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন ৪ নং চান্দগাওঁ ওয়ার্ড আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির সদস্য ছদরুল আলম খান। দিনের দ্বিতীয় খেলায় আবর্তন গোষ্ঠী ক্রিকেট একাডেমি ২৩ রানে কোয়ালিটি ব্লুজকে পরাজিত করে। টসে জিতে আবর্তন গোষ্ঠী ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। জবাবে কোয়ালিটি ব্লুজ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের রনি ৩০ বলে ৫০ রান করার সুবাদে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন নাছির উদ্দিন।