মুজিব তুমি জাগো

নকুল শর্ম্মা | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

কেনো এত ঘুমাও তুমি

টুঙ্গিপাড়ায় থেকে?

তোমার জন্য সব বাঙালি

অপেক্ষাতে জেগে।

ভোরের আজান আসছে ভেসে

এবার ওঠো তুমি,

প্রভাত আলো পূব আকাশে

এলো শিশির চুমি।

পাখি গাইছে তোমারই গান

মিষ্টি মধুর সুরে,

সবার প্রাণেই তোমার আসন

নও তো তুমি দূরে।

তবু কেনো দাও না সাড়া

এতো ডাকার পরে?

বাংলা মা যে কেঁদে মরছে

মুজিব মুজিব করে।

পূর্ববর্তী নিবন্ধছুটি
পরবর্তী নিবন্ধআজ সারাদিন