বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. মঞ্জুর মোরশেদ মাহমুদ বলেছেন, মুক্তিযোদ্ধাদের অবদান সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস ও সংস্কৃতির চর্চা করতে হবে। বাংলাদেশ স্বাধীন করতে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন তাদের কথা জাতি শ্বাশতকাল মনে রাখবে। ভোলা জেলা সমিতি-চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম হাওলাদার এবং সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক মো. ফিরোজ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন আবুল কাশেম, সাধারণ সম্পাদক এ জেড এম ফারুক। বক্তব্য রাখেন কিরন শর্মা, মো. জিল্লুর রহমান রায়হান, আবুল কাশেম মাস্টার, মো. সেলিম খলিফা, মো.ফজলুর রহমান, মো. সামশুদ্দিন আহমেদ, মো.জুয়েল রানা, ইঞ্জিনিয়ার মো. নোমান, মোসলেহ উদ্দিন বাহার প্রমুখ। এছাড়া প্রয়াতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মোসলেহ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।