ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউপির জাহানপুর হায়দার আলী তালুকদার বাড়ির বীর মুক্তিযোদ্ধা আনোয়ার পাশা (৬৮) গতকাল রোববার ভোর সাড়ে ৪টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে আছর কোঠেরপাড় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা আনোয়ার পাশার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আকবর, আবদুল মোমেন চৌধুরী, সংগঠক কাজী নাজিম উদ্দিন, এম বেলাল উদ্দিন, সৈয়দ জাহেদুল্লাহ কোরাইশী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।