মীরসরাইয়ের মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল মঙ্গলবার উপজেলার ৩৪০ জিপিএ-৫কে সংবর্ধনা প্রদান করা হয়। সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পিতার নামে এস. রহমান ট্রাস্টের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। সাবেদুর রহমান সমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মীরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আফছার , মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু প্রমুখ। এসময় উপজেলার ৩৪০ জন জিপিএ -৫ প্রাপ্ত র্শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।