মীরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের আঙিনায় পড়ে থাকা অবস্থায় বিরল প্রজাতির একটি পেঁচা উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল সোমবার বিকেলে পেঁচাটিকে উদ্ধার করা হয়। জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার জানান, দুপুরে ভবনের পাশ দিয়ে হাঁটার সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় পেঁচাটিকে পড়ে থাকতে দেখে। বিষয়টি তিনি বন বিভাগকে জানালে তারা ঘটনাস্থলে এসে পেঁচাটিকে উদ্ধার করে। বন বিভাগের জোরারগঞ্জ বিট অফিসার মো. হাসানুজ্জামান বলেন, খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পেঁচাটিকে উদ্ধার করি। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, পেঁচাটির একটি ডানা ভেঙে গেছে। তাই তাকে ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে এবং চট্টগ্রামে নিয়ে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে পেঁচাটির সুস্থতা নিশ্চিত করতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত পেঁচাটি বিরল প্রজাতির এবং এটি বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সুরক্ষিত।