মিয়ানমারে ৩০ জনকে হত্যার পর পুড়িয়ে দিল সেনারা

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৪:৫৪ পূর্বাহ্ণ

মিয়ানমারে নারী ও শিশুসহ ৩০ জনের বেশি মানুষকে গুলি করে মারার পর তাদের দেহ পোড়ানো হয়েছে। গত শুক্রবার দেশটির গোলযোগপূর্ণ কায়া রাজ্যে এ ঘটনা ঘটেছে।
ওই অঞ্চলের এক স্থানীয় বাসিন্দা, গণমাধ্যমের প্রতিবেদন এবং স্থানীয় একটি মানবাধিকার গোষ্ঠীর কাছ থেকে এ খবর জানা গেছে। খবর বিডিনিউজের।
স্থানীয় কারেনি মানবাধিকার গোষ্ঠী বলেছে, গতকাল শনিবার তারা হাপ্রুসো শহরের মো সো গ্রামের কাছে মিয়ানমার সেনাবাহিনীর খুন করা বৃদ্ধ, নারী ও শিশুসহ অভ্যন্তরীনভাবে বাস্তুচ্যুত মানুষদের পোড়া মৃতদেহ খুঁজে পেয়েছে। গোষ্ঠীটি তাদের ফেসবুক পেজে এক পোস্টে বলেছে, আমরা এমন অমানবিক ও নৃশংস এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই; এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম সেনাবাহিনীর বরাত দিয়ে বলেছে, সেনারা ওই গ্রামে বিরোধী সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়, ওই অস্ত্রধারীরা সাতটি গাড়িতে ছিল। সামরিক বাহিনীর নির্দেশের পরও তারা থামেনি।
এ বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
মানবাধিকার গোষ্ঠী এবং স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ছবিতে পোড়া লাশ দেখা গেছে।
মিয়ানমারের জান্তাবিরোধী বেসামরিক মিলিশিয়াদের অন্যতম বড় বাহিনী ‘কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স’ বলেছে, নিহতরা তাদের সদস্য নন, বরং সহিংসতা থেকে বাঁচতে আশ্রয়ের খোঁজে থাকা সাধারণ মানুষ।

পূর্ববর্তী নিবন্ধদেশে সংক্রমণের হার ২% এর উপরেই
পরবর্তী নিবন্ধটিকা পেলেন ১ হাজার ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিক