দুই যুগেরও বেশি সময় ধরে কলকাতা শহরের শ্রোতাদের সকাল হয়েছে রেডিওতে ‘সকালম্যানের’ ভরাট কণ্ঠস্বরের ‘সুপ্রভাত’ শুনে । ২৭ বছর পর এফএম চ্যানেল রেডিও মির্চি ছেড়ে আসা সেই ‘সকালম্যান’ মীর জানালেন, তিনি মাইক্রোফোনটা সবচেয়ে বেশি ‘মিস’ করছেন। পুরো নাম মীর আফসার আলী, কিন্তু পরিচিতি বেশি মীর নামে। শুক্রবার ফেসবুক পোস্টে মীর লিখেছেন, আমায় শোনার জন্য সবাইকে ভালোবাসা। তবে মির্চি ছেড়েছি, রেডিও নয়। কষ্ট হচ্ছে একটুৃওই ৯৮.৩% এর মতন। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সোশ্যাল মিডিয়ায় মীরের মির্চি ছাড়ার ঘোষণায় ভক্ত অনুরাগীরা হোঁচট খেয়েছেন। মীরের পোস্টের কমেন্টে টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন রেডিওর সঙ্গে প্রেমের সংজ্ঞাটা আজ বদলে গেল। খবর বিডিনিউজের।
পোস্টের সঙ্গে আকাশবাণীতে রেডিওর প্রথম তিন কাজ করার একটি ছবিও দিয়েছেন মীর। হ্যাশট্যাগ শুধু ‘সকালম্যান’ এর নাম দিয়েছেন মীর। তবে মির্চি ছেড়েছি, রেডিও নয় মীরের এই কথাটিতে অনেকে মনে করছেন নতুন কোন রেডিওতে ভেসে আসবে মীরের কণ্ঠ। শনিবার কলকাতার সংবাদ প্রতিদিন জানাল মীরের মির্চি ছাড়ার কারণ। কোনো রাগ, দুঃখ বা অভিমান থেকে নয়, মীর মনে করছেন যুগ বদলের সঙ্গে রেডিও সেভাবে বদলায়নি। রেডিও কাঠামোর একটি আমূল পরিবর্তন প্রয়োজন বলেও অনুভব করছিলেন তিনি। তাই কিছুদিন কাজের বিরতি নিতে চান মীর। বহু বছর ধরে একই কাজ করে যাওয়ার একঘেয়েমি এবং ক্লান্তিও কাটাতে চান তিনি। মীর বলেন, অনেকেই বলবেন যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। এই মুহূর্তে সেটা করতে আমি অপারগ। নিজেকে একটু সময় দিতে চাই, এটা বলতে পারেন আমি বেমানান।